নতুন বই 'হারিয়ে গেছে সাথী'

অমর একুশে গ্রন্থমেলা ‘২২ উপলক্ষে প্রকাশিত হয়েছে তরুণ কবি ও ছড়াকার সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম রচিত ছড়াগ্রন্থ ‘হারিয়ে গেছে সাথী’। বইটি প্রকাশ করেছে জ্ঞানপিপাসু প্রকাশনী। মুদ্রিত মূল্য ১৪০ টাকা। বইমেলায় পরিবেশন করবে শিশুরাজ্য প্রকাশনী, স্টল নং ১৯৪।

Comments