বিনয়মিত্র নিমফুল এর প্রথম বই প্রেমাশ্রু
একুশে বইমেলায় প্রকাশ হচ্ছে বিনয়মিত্র নিমফুল এর কবিতার বই 'প্রেমাশ্রু'
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিনয়মিত্র নিমফুল এর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমাশ্রু’। বইটি প্রকাশ করছে চট্টগ্রামের স্বনামধন্য প্রকাশন অক্ষরবৃত্ত।
বইটির নান্দনিক প্রচ্ছদটি করেছেন প্রবীণ প্রচ্ছদ শিল্পী মোস্তাফিজ কারিগর। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। ঢাকার বইমেলায় অক্ষরবৃত্ত প্রকাশনীর ৪১০ নম্বর স্টলে ও চট্টগ্রামের বইমেলায় প্রকাশনীর ১৪ ও ১৫ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
tyle="display: block; padding: 1em 0; text-align: center; ">
<
তরুণ কবি বিনয়মিত্র নিমফুল পেশায় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী। তিনি প্রথম কবিতার বইটি নিয়ে খুবই আশাবাদী।
Comments
Post a Comment